“বাংলা পকেট ক্লাসিক” সিরিজের বই সমূহ
আবারও একটা নতুন কাজে হাত দিল উদ্ভাস। এবার কাজটা আরও কঠিন। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে বাছাই করে বেশ কিছু ‘মনিমুক্তা’ এই সিরিজের আওতায় এনে একে একে প্রকাশ করা হবে। যেহেতু এই সিরিজের আওতায় কেবলমাত্র একঝাঁক বাংলা সাহিত্যকেই প্রকাশ করা হবে, তাই এর নাম দেওয়া হল, ‘বাংলা পকেট ক্লাসিক সিরিজ’। পকেট ক্লাসিক বলারও কারণ রয়েছে যথেষ্ট। বইগুলো পকেট বইয়ের মতো আকারে ছোট হবে না, ঠিক কথা। তবে বইগুলো যাতে পাঠকরা অতি সহজভাবে পরিবহন করতে পারেন, বইগুলোর আকারের ক্ষেত্রে সেই দিকটায় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে।